আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আমার স্বামী শেফের জন্য ডিপ্লোমা করতেছে।সেখানে দাড়ি রাখতে দেয় না হয়ত খাবারে দাড়ি পরবে তাই।আমার স্বামীর আগে দাড়ি ছিল তার দাড়ি কাটতে মোটেও পছন্দ ছিল না।আমি বললেও কাটত না হালকা ছোট করতে বললেও।তহ পরে ডিপ্লোমা করার জন্য আমি বলেছি আগে টিকে যাও পরে আবার রেখে দিও।আমার ও ক্লিন সেভ ভালো লাগে না দেখতে।আমার স্বামী এখনো স্টুডেন্ট। সে যদি হোটেলে চাকরী করে শেফের আর দাড়ি রাখতে না দেয় ওখানে ওর গুণাহ হবে এটা জানি।চাকরীটা প্রয়োজন কারণ আমার বাবার বাড়ীতে চাকরী নাই ওটার জন্য সবাই ছোট চোখে দেখে।কিন্তু ইনকাম কি হালাল হবে নাকি শুধু ওয়াজিব তরকের গুণাহ হবে?