সরকারি চাকরির বিভিন্ন গ্রেডের বেতন স্কেল আছে।প্রত্যেক গ্রেডেই মূল বেসিক বেতন থাকে।কিন্তু এই মূল বেসিক বেতনের সাথে বাড়ি ভাতা,চিকিৎসা ভাতা,শিক্ষা ভাতা ইত্যাদি যুক্ত হয়ে সবমিলিয়ে মোট বেতন মাস শেষে দেওয়া হয়।এখন কথা হচ্ছে প্রায় সরকারি চাকরিজীবীরাই তো নিজ বাড়িতে থেকে চাকরি করে,নিজ বাড়িতে থেকে অফিসে যায়,অনেকের যাতায়াতের জন্য গাড়ি থাকে তাই যাতায়াতা ভাতাটাও লাগেনা,চিকিৎসা ভাতাও সবসময় সব মাসে লাগেনা কিন্তু সমস্ত ভাতাতো মিলিয়েই মাস শেষে বেতন হিসেবে দিয়ে দেওয়া হয়।এখন প্রশ্ন হচ্ছে তাহলে বেসিক বেতন বাদে অন্যান্য ভাতাগুলো যে দেওয়া হয় সেগুলো তো বাদ দেওয়ারও সুযোগ নেই,গ্রেডভিত্তিক সবগুলো চাকরিতেই সবকিছুই মাস শেষে বেতন হিসেবে দেওয়া হয়।এখন কি তাহলে সমস্ত বেতন নিজের কাজে খরচ করা যাবে যেহেতু বাড়িতে থেকে চাকরি করা হয় আবার বাসা ভাড়া থাকলেও সবগুলো টাকা লাগেনা,চিকিৎসা ভাতাও সবসময় লাগেনা।কিন্তু সংশ্লিষ্ট ভাতার বাহিরেও অনেক খরচ হয় নিজের কাজে,যেমনঃকারেন্ট বিল,গ্যাস বিল,ট্যাক্স,খাওয়া দাওয়া ইত্যাদি,এগুলোরতো কোনো ভাতা দেওয়া হয়না।দয়া করে উত্তরটি দিলে টেনশন মুক্ত থাকতাম।