ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ন্যায়ের পক্ষের কোনো আন্দোলন-সংগ্রামে যেতে বাবা-মায়ের নিষেধ থাকার পরও আন্দোলনে গেলে বাবা-মায়ের অবাধ্যতার গোনাহ হবে না। তবে বাস্তবে ন্যায় থাকতে হবে।
(২)
মেয়েরা পুরুষদেরকে উৎসাহ দিবে।আহতদের সেবা করবে। এবং প্রয়োজনে যুদ্ধের মাঠেও যেতে পারবে।
(৩) তাকি উসমানী দাঃ বাঃ লিখিত কুরআন তরজমা যা ইংরেজী ভাষায় অনুদিত, সেটা সংগ্রহে রেখে দিবেন। তাছাড়া অতীতের বিশুদ্ধ যেই তাফসীর গ্রন্থ সমূহ রয়েছে, সেগুলো ইংরেজী ভাষায় অনুদিত হয়েছে কি না? সেটাও জেনে নিবেন।
(৪)
ঐ বোনকে আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ জানিয়ে দিবেন। আল্লাহ ঐ বোনের ভবিষ্যত উজ্জল করুক।আমীন।
(৫) বর্তমান সমযে ফিতনার আশঙ্কার দরুণ সাধারণ নজরই গোনাহের অন্তর্ভুক্ত। তবে ফিতনার আশঙ্কা না থাকলে তখন গোনাহ হবে না।
(৬) নেককার ব্যক্তিদের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। এবং তাওবাহ ইস্তেগফার করবেন।আল্লাহর কাছে কান্নাকাটি করবেন।