১.ন্যায়ের পক্ষের কোনো আন্দোলন, সংগ্রামে যেতে ছেলে বা মেয়ের খুবই ইচ্ছে। কিন্তু বাবা-মায়ের নিষেধ হলে আন্দোলনে গেলে কী বাবা-মায়ের অবাধ্য হওয়ার গোনাহ হবে.?
২.কিতাল-ফি -সাবিলিল্লাহ সংগঠিত হলে বা বর্তমানে যুদ্ধ সংগটিত হলে ইসলাম ও কাফিরের/মুসরিকের মাঝে।এরকম যুদ্ধে মেয়েরা কী অবদান রাখতে পারবে?
৩.বাংলা ভাষায় অনূদিত তাফসীর ইবনে কাসির যেমন অনেক ভালো তাফসীর গ্রন্থ।তেমনি কয়েটি ইংরেজি তাফসীরের নাম জানতে চাই যেগুলো সহিহ মত-পথের।
৪.আপনাদের প্রতি এক বোনের শুকরিয়া জানিয়েছেন।আপনাদের কাছে বোনটি জানতে চেয়েছিলেন। অভিবাবক ছাড়া বিয়ে হয় কিনা।আপনারা বলেছিলেন হয়ে যায় সাক্ষী সহ কিন্তু এসব না করার জন্য তার পরিণাম ভালো হয়না।বোনটি মেনে নিয়েছিলেন।আলহামদুলিল্লাহ তিনি এখন বলেন অনেক উপকার পেয়েছেন আপনাদের মাধ্যমে এই উত্তরের মাধ্যমে যে সম্পর্কের জন্য এমন করতে চেয়েছিলেন সেটার নাম-গন্ধও আজ অবশিষ্ট নেই।শুকরিয়া জানিয়েছেন আপনাদের প্রতি।
৫.শুধু দেখলে কী নজরের হেফাজত নষ্ট হয় নাকি কুনজরে দেখলেই নজরের গোনাহ হয় নরমালি দেখলে গোনাহ হয়না?আমি নরমালি দেখা থেকে ও বিরত থাকার চেষ্টা করতাম কিন্তু কয়েকজন আলিমা রা দেখি অন্যের বিয়ে ঠিক হইছে জামাইয়ের ছবি দেখেন নরমালি দেখলে নাকি গোনাহ হয়না।এটা কী ঠিক.?
৬.একবোন হারাম সম্পর্কে জড়ানোর পর ফজরের নামাজ ছুটতে থাকে।সম্পর্ক শেষ কিন্তু তিনি আজও ফজরের নামাজে নিয়মিত হতে পারছেন।তাওবা করা সহ এসব থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছেন কিন্তু নিয়মিত হতে পারছেনননা।উনার করণীয় কী?