আসসালামু আলাইকুম, আমার প্রতি নিয়ত নামাজে সন্দেহ বেড়েই চলতেছে এমন কোন ওয়াক্ত নেই যে ওয়াক্তে সাহু সিজদা ছাড়া নামাজ আদায় করতে পারছি। আমি চেষ্টা করি মনোযোগ দিয়ে পড়ার কিন্তুু মনোযোগ তো পুরা দরে রাখা যায় না তাই যদি অন্য মনস্ক হই পরে আবার সেখান থেকে পিরে আসি নামাজে মন দিই তখনই মনে হয় রাকাত নিয়ে সন্দেহ, সিজদা ২ টা না একটা দিলাম তাও সন্দেহ, সুবহানা রব্বিয়াল আজিম পড়লাম, নাকি সুবহানা রব্বিয়াল আলা পড়লাম, মানে প্রতিটা জিনিসেই সন্দেহ
১/ আমি বেশ কয়দিন সন্দেহ থেকে বাচার জন্য নামাজে সব কিছু হিসাব করে মনে রেখে নামাজ পড়ি তাও দেখলাম সন্দেহ। আমার কাছে মনে হচ্ছে এটি অহেতুক সন্দেহ কারন আমি দেখলাম আমার হিসাব সঠিক সব সময় আমি ২ সিজদা দিই ৪ রাকাত ঠিক মত আদায় করি যা যা নিয়ে সন্দেহ হয় সব ঠিক মত আদায় করার পরও ভিতর থেকে কে যানি বলতেছে অমুক রাকাতে সিজদা ১ টা দিচি। আর যদি সিজদা সঠিক থাকে বলে তাজবি ভুল পড়ছি মানে রুকু সিজদার তাজবি। যেহেতু সব সময় এমন হয় সাহু সিজদা কি দিব।
২/ নামাজে রুকু থেকে উঠার সময় সামিয়াল্লা হুমিলাম হামিদা বলছি কিনা এটা নিয়ে সন্দেহ হয়। বা বলতে বুলে গেলে কি সাহু দেয়া লাগবে। এটা কি ওয়াজিব?
৩ / নামাজে রুকুতে সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে এটা কি ওয়াজিব না সুন্নত
৪/ সাহু সিজদা দিতে গেলে তখন ও সন্দেহ হয় আত্তাহিয়াতু পড়লাম কিনা, সিজদাতে ও সন্দেহ তখন কি করব
আমি জানতে চাই আমি কি সাহু সিজদা দিবো এই অহেতুক সন্দেহ কারনে
৫/ ওযু করতে গেলে মনে হচ্ছে বায়ু বের হয়ে গেছে তাই অযুর অর্ধেক এসে আবার শুরু করা লাগে আবার মনে হয় বায়ু বের হল কিনা।
৬/ এখন যেটা বলবো এটা সন্দেহ নিয়ে না। এটা হলো আমি অনেক সময় নামাজ পড়ার সময় একটা বায়ু বের হয় এটা সচর আচর যে রকম হয় মানুষের তেমন না যেমন অনেক সময় বায়ু আসতে লাগলে আগাম বুঝতে পারা যায় তাই চেপে রেখে নামাজ শেষ করি। কিন্তুু কথা হলো এটা এমন যে আসার আগে বুঝতে পারা যায় না। হালকা করে নিগত হয়। এটা আসলে বায়ু না কি বুঝিনা। তাই পুনরায় অযু করে নামাজ পড়ি।