আসসালামু আলাইকুম, উস্তাজ
আমি খুব খারাপ খারাপ এবং ভয়ংকর স্বপ্ন দেখতাম আগে, শারীরিকভাবে স্বপ্নে ক্ষতি করার বা অবৈধ কাজ করার চেষ্টা করতো, প্রচুর ভয় দেখাতো, বোবায়ও ধরেছিলো, এছাড়াও বেশ কতগুলো জাদুর লক্ষণ দেখা যেত। মাঝে ১ মাসের মতো নিয়মিত রুকিয়াহ করি কম বেশি, ফলে স্বপ্নে খারাপ দেখা চলে যায় আলহামদুলিল্লাহ।
কিন্তু নামাজ না থাকার সময় থেকে রুকিয়াহতে গাফলতি হওয়ার পর বেশ কদিন যাওয়ার পর ৩/৪ দিন ধরে হালকা বাজে স্বপ্ন আসছে। ইন শা আল্লাহ আবার রুকিয়াহ করবো ইন শা আল্লাহ।
কিন্তু আজ স্বপ্নে দেখি এক মহিলা আমাকে জাদু কিংবা তাবিজ করছে, কি কি করেছে খেয়াল নাই, তবে স্বপ্নে আমি বুঝলাম যে সে আমার নীল সাদা দুমুঠ চুড়িতে জাদু করে আমার হাতে পরিয়ে দিলো আর আমি তার ভয়ে আমি কিছু না বলে পরে নিলাম। সে বললো ভালো হয়ে যাবে সব, বলে ওই চুড়িগুলা পরিয়ে দিলো। পরে আমি বাসায় এসে লুকিয়ে লুকিয়ে তার সাদা নীল চুড়িগুলো খুলে ফেলছিলাম এটা দেখলাম। ভাবছিলাম লুকিয়ে আমার অন্য সাদা নীল চুড়ি পরবো যাতে কেউ না বুঝে কিন্তু স্বপ্ন ভেঙে যায়।
এ স্বপ্নের কি ব্যাখা আছে উস্তাজ। এমন অদ্ভুত স্বপ্ন কি বোঝাচ্ছে উস্তাজ?