আসসালামুয়ালাইকুম।
১.স্বামী যদি তালাকের নিয়ত ছাড়া স্ত্রীকে উদ্দেশ্য করে বলে থাকে "আমি দায়মুক্ত"
তাহলে কি তালাক হয়ে গেছে?? তালাক হলে কয় তালাক বলে গণ্য হবে??আর কি করলে আবার সংসার করা বৈধ হবে??
২.আমাদের দেশে তালাকের কোনো রকম নিয়ত ছাড়া, তালাকের মজলিস ছাড়া,স্ত্রীকে ঠিক কোন কোন কথা গুলো বললে সরাসরি তালাক হয়ে যায়???
৩.তালাকের নিয়ত ছাড়া স্বামী স্ত্রীকে বলল "আমি তোমার থেকে পৃথক/আলাদা "
৪.স্বামী তার স্ত্রীকে বলল "তোমার ভাই বোনদের/পরিবারের কাছে আমি ঋণী এতো টাকা দিবো ওদের, আমি দায়মুক্ত "
৩ এবং ৪ এর ক্ষেত্রে কি কোন সমস্যা হয়েছে???