আসসালামু আলাইকুম। আব্বু উত্তরাধিকার সূত্রে দাদার দেয়া যে জমি/বাড়ি পাইছে। তা দাদা মারা যাওয়ার পর আব্বু ভাই বোন রা ভাগ করে দলিল করে নিছে নিজেদের নাম এ।এখন যদি আব্বু তার অংশটি সরাসরি আমাদের নাম এ করতে চায় সেটায় কোনো গুনাহ হবে কিনা। এক জায়গায় জানলাম এতে নাকি চাচা আর চাচাতো ভাই দের হক থাকবে। কেননা আমাদের কোনো ভাই নেই। এই বিষয়ে ইসলাম কি বলে।