আমি একজন মেয়ে। কয়েক বছর আগে অনলাইনে আমার কিছু ছবি (বোরখা পরা তবে মুখ খোলা, আবার গলার অংশ, কিছুটা চুল দেখা যায় এমন ছবি ), ইন্টারভিউ দেওয়া ভিডিও অনেক ভাইরাল (পজিটিভলি) হয়। তখন আমি সেই ভাবে হেদায়েত প্রাপ্ত ছিলাম না। এখন পরিপূর্ণভাবে পর্দা মেনে চলার চেষ্টা করি। এখন আবারো সেই ভিডিও, ছবি রিপোস্ট করে ভাইরাল করা হচ্ছে। আমি এগুলোর জন্য এখন অনেক অনুতপ্ত, কিন্তু এগুলো অনলাইন প্লাটফর্ম থেকে সরানো সম্ভব হচ্ছে না। আমি এখন এমতাবস্থায় কি করতে পারি