ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
আবূ দারদা (রাঃ) সূত্রে বর্ণিত,
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাতের দিন তোমাদেরকে, তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯৪৮, সুনানে দারিমী, হাদীস নং-২৭৩৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৮২৭]এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2091
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি এসব নামের অর্থ কেন জানতে চান? একটু কমেন্টে জানবেন। তারপর আমরা জানিয়ে দিবো।
(১)
আকিফুর রহমান সা'দ
আকিফ শব্দের অর্থ হল,
"নিবেদিতপ্রাণ" বা "একাগ্রচিত্ত"। এটি একটি আরবি নাম, যার অর্থ "ধ্যানমগ্ন" বা "এককভাবে কিছুতে নিবিষ্ট থাকা" আকিফুর রহমান অর্থ রহমানের ধ্যানমগ্ন।আর সাদ অর্থ সৌভাগ্যবান।
আকিফুর রহমান সাদ নাম রাখা যাবে।
(২)
আকিফাহ (عَاكِفَة) বিনতু তানজিম
এই নামটিও রাখা যাবে।তবে পিতার নাম তানজিম না হলে তখন বিনতু তানজিম নাম রাখার কোনো প্রয়োজনীয়তা নাই।
(৩)
আফিয়্যাহ তাযমিন
আফিয়্যাহ অর্থ নিরাপত্তা, সুস্থতা, এবং শান্তি। তাযমিন অর্থ, যিনি পূর্ণ করেন বা পূরণ করেন
রদ্বিয়া জান্নাত/আমাতুল্লাহ/ইসলাম -
রাদ্বিয়া অর্থ ঐ নারী যে তার রবের প্রতি সন্তুষ্ট। জান্নাত অর্থ স্বর্গ বা বাগান। রাদ্বিয়া জান্নাত বা আমাতুল্লাহ রাদ্বিয়া কিংবা রাদ্বিয়া ইসলাম অথবা রাদ্বিয়া আফিয়্যা যেকোনো নাম রাখা যাবে।
তাহফিজ (تحفيظ) (Tahfeez) অর্থ সংরক্ষণ করা,হিফজ করা,মুখস্থ করা।
তাইমিম ( تيميم ) ( Taimim )
তাইমিম বা তামিম নামের অর্থ হল, ; ( পরিপূর্ণ নিখুঁত)
তামিম বা তাইমিম নাম রাখা যাবে।
তানঈম (Taneem)
তানঈম নামের অর্থ হল, উপকার", "আশীর্বাদ" অথবা "লাভ"।
এই নামটি রাখা যাবে।
তাফহীম (Tafheem)
তাফহীম শব্দের অর্থ হল, বুঝানো।
এই নামটিও রাখা যাবে।
তাবসীর (Tabseer)
এই শব্দের অর্থ হল আলোকিতকরণ, শিক্ষা, অর্ন্তদৃষ্টি দেওয়া।
এই নামটিও রাখা যাবে।
তাকরিম (Takrim)
তাকরীম শব্দের অর্থ হল, সম্মান করা।
এই নামটিও রাখা যাবে।
তাহমীদ (Tahmeed)
তাহমীদ শব্দের অর্থ হল,আল্লাহর প্রশংসা করা।
এই নামটিও রাখা যাবে।
তাশফিন Tashfin -
এই শব্দের অর্থ হল, সহানুভূতিশীল, সমবেদনা,শান্তনা।
এই নামটিও রাখা যাবে।
তকী (Taqi)
তকী শব্দের হৰ, আল্লাহ-ভীরু, সংযমী।
এই নামটিও রাখা যাবে।
তাকদিস (Taqdis)
তাকদিস শব্দের অর্থ হল, পবিত্রতা।
এই নামটিও রাখা যাবে।
তাকিফ (Taqif)
তাকিফ নামের অর্থ হল, জ্ঞানী, বুদ্ধিমান।
এই নামটিও রাখা যাবে।
তানজিফ (Tanzif)
তানজিফ নামের অর্থ হল, পরিষ্কার, পরিচ্ছন্ন। এই নামটিও রাখা যাবে।
তাহজিব (Tahzib)
তাহজিব নামের অর্থ হল, শুদ্ধিকরণ, পরিমার্জন, সংশোধন।
এই নামটিও রাখা যাবে।
তাইব (Taib)
তাইব নামের অর্থ হল, যে সর্বদা আল্লাহর কাছে অনুতপ্ত। এই নামটিও রাখা যাবে।
তাওলান (Tawlan)
তাওলান শব্দের অর্থ হৰ, উচ্চ মর্যাদা, পদমর্যাদা, মহান, উন্নত। এই নামটিও রাখা যাবে।
তাইহান (Taihan)
তাইহান শব্দের অর্থ হল, সুবিশাল।
এই নামটিও রাখা যাবে।
তাওয়াদ (Tawad) স্নেহ, ভালোবাসা।
এই নামটিও রাখা যাবে।
তুমাইম (Tumaim)
তুমাইম শব্দের অর্থ হল,ছোট সমুদ্র। এই নামটিও রাখা যাবে।
যাইনাব শব্দের "সুন্দর ফুল" বা "সুগন্ধি ফুল"।
এই নামটিও রাখা যাবে।
বাবার নাম শেষে যুক্ত করে....... যাইনাব বিনতে তানজিম রাখা যাবে।
এরাবিক গ্রামার হিসেবে বিনতু...... শব্দটিই যথোপযুক্ত। এবং উম্মু নামটিই যথোপযুক্ত।
উক্ত নামে অনেক আমলদার /বুজুর্গ/সাহাবী ছিলেন, তাদের মতো চরিত্র বা সিফাত হোক এই আশা করে নাম রাখা উচিত।