আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী। আমার এক বান্ধবীর কাছ থেকে হঠাৎ শুনলাম যে, সে একজন ছেলেকে পছন্দ করে এবং হারাম সম্পর্ক না রেখে বিয়ের মাধ্যমে বিষয়টি হালাল করতে চায়। কিন্তু সমস্যা হলো, সে বিয়েটি গোপনে করতে চায়, কারণ তার মা-বাবা এখন তাকে বিয়ে দিতে রাজি নন। তাই সে পরিকল্পনা করেছে কাউকে কিছু না জানিয়ে কেবল বিয়ের কাজটি সম্পন্ন করে ফেলতে। সে আমাকে বলেছে যে হানাফি মাজহাবে নাকি এটি হারাম নয়। কিন্তু আমার মনে হয়, বিষয়টি সঠিক নয়। আমি নিজেও ঠিক বুঝতে পারছি না যে আমি কীভাবে তাকে বুঝাবো। আর যদি আমি তাকে কিছু না বলি, তাহলে কি এর মানে দাঁড়াবে যে আমি তার কাজে সম্মতি দিচ্ছি? আর এভাবে চুপ থাকলে কি আমার ওপরও গুনাহের বোঝা আসবে? উল্লেখ্য, বিয়ের জন্য তারা দুইজন সাক্ষী, একজন তার শিক্ষক এবং আরেকজন বড় ভাইকে রেখেছে এবং একজন হুজুরের মাধ্যমে বিষয়টি সম্পন্ন করবে বলে ঠিক করেছে। অনুগ্রহ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিস্তারিত জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ খাইর।