আসসালামু আলাইকুম,
পূর্ব থেকে পশ্চিম এ চল্লিশ হাত বিশিষ্ট বড় মসজিদ অথবা খোলা ময়দানে নামাজের সামনে সুতরা না দিলেও দুই কাতার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ কিন্তু ছোট মসজিদে সুতরা ছাড়া দুই কাতার সামনে দিয়েও অতিক্রম করা জায়েজ নয় এটার দলিল কি? ফতোয়ার কিতাবে এসেছে কিন্তু হাদিসে এটার দলিল কি?