আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ....আমার মা সিহরে রোগী।বাবা ২য় বিয়ে করেন।১ম পক্ষে আমরা ৬ জন,২য় পক্ষে ৩ জন,টোটাল ৯ জন ভাইবোন আমরা। মায়ের অসুস্থতার জন্য আব্বা মারতো,অনেক সময় সৎ মায়ের সাথে ঝামেলা হতো, এক পর্যায়ে মামারা মাকে নিয়ে যায়। আমরা আব্বার সাথে থাকি।বড় হই,ভাইয়েরা ইনকাম করা শুরু করে এবং মাকে বাড়ি নিয়ে আসে প্রায় ১২ বছর পর। আব্বা আমাদের আলাদা করে দেন কিন্তু থাকার জায়গা দেন। এখন আব্বা কাজ করেন না,পুরো ফেমিলির খরচ আমার ভাইয়েরা দেন।
আমি ১ম পক্ষের। বিয়ের সময় হয়েছে। বড় ফেমিলি, মা সিহরের রোগী,দুই সংসার, তারওপর ছোট সৎ বোনের আগে বিয়ে হওয়া এসব প্রবলেম তৈরি করে। এখন অনলাইনে আমি কি বায়োতে শুধু নিজের ফমিলির কথা উল্লেখ করতে পারি? যদি কোনো বিষয় আগায় তাহলে ডিটেইলস বলা হবে।
এতে গোনাহ হবে কি?