১. আমার মাসিক হয় সাধারণত ৬ দিন মতো। এবার ৫ম দিনে সকাল থেকে কোনো ব্লাড দেখি নাই, হালকা হলদেটে স্রাব ছিলো যেটা একেবারেই খুব হালকা। মনে হচ্ছিলো পিরিয়ড শেষ হবে এমন। এরপর আমি অপেক্ষা করি, যহরের সময়ে আমি ফরজ গোসল দেই এবং সলাত আদায় করি। এরপর প্যাড এর মধ্যে সামান্য হলুদ আভা দেখতে পাই, যেটা খুব সামান্য। কিন্তু তারপর আর দেখতে পাই নি, সাদা স্রাব ই নোটিস করেছি। কিন্তু সলাতের পর যে ঐ একবার প্যাড এ হালকা হলুদ আভা দেখেছি ওটা কি পিরিয়ড ধরে নিবো? ওতো পরিমানে সামান্য ছিলো, এরপর আর পিরিয়ড এর মতো কিছুই লক্ষ করি নি, আমার কি আবার ফরজ গোসল করতে হতো? দ্বিধায় আছি।
২. স্বপ্নে দেখি আমার একটা পোষা কুকুর আছে, ছোটো কালো রঙের। ও আমার পায়ে পায়জামার কাপড়ের অংশে বার বার কামড় বসাচ্ছে, আমার ব্যথা লাগছে না কারণ ওর কামড় টা কাপড় এ বসিয়েছিল, মাংস ভেদ করতে পারে নি, আর স্বপ্নে আমার ভয় লাগছিলো না, আমার কনফিডেন্স ছিলো যে ও আমাকে কামড়াবে না। আমি সরিয়ে দিচ্ছিলাম ও আবার কামড় বসাচ্ছিলো কাপড়ে। ঘুম থেকে উঠে দেখি রাত ২:৫৫ বাজে। এটার ব্যাখ্যা জানতে চাই