আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন টা বড় হতে পারে কিন্তু মাসায়ালা জানা টা আমার জন্য খুব জরুরি।
আমার বাবা ২০১৯ সালে মারা যায়। বর্তমানে আমার মা, ভাইয়া আর আমি ( মেয়ে ) জীবিত। আমার মা কাছে ৬.৫ ভরি মত স্বর্ণ ছিল সর্বশেষ বাবা মারা যাওয়ার সময়। যা আমার মা আমার বিয়ে জন্য রেখেছিল। আমার ভাইয়ের প্রথম বিয়ে সময় ১.৫ ভরি স্বর্ণ দিয়েছিল। পরবর্তী তে বিয়ে ভেংগে গেলে বর্তমান ভাবি কে আধা ভরি বেশি ( ঠিক মনে নেই এক ভরি হবে না) দেয়া হয়েছিলো যা বর্তমান বাড়ি কাজে এই আধা ভরি বিক্রি করা হয়েছিল)। বাকি ৬.৫ ভরি ছিল। আমার বড় ভাই ছিলো যিনি মারা যেছে ওনার বিয়েতে স্বর্ণ দেয়া হয়েছে ( সঠিক পরিমাণ বলতে পারছি না, তখন আমি অনেক ছোট ছিলাম) । এই ৬.৫ ভরি স্বর্ণ আমার মা আগে থেকে ইচ্ছা ছিল আমার বিয়ে সময় দিবে। আমার বাবা বেচে থাকা অবস্থায় আমার ভাইয়া কে একবার আমার আর আমার বাবা সামনে বলছিলো এই স্বর্ন আমাকে দিবে তখন ভাইয়া কিছু বলে নাই ( উনি বিবাহিত ছিলো না )। এখন ভাইয়া দাবি করছে, স্বর্ণ সম্পত্তি মত ভাগ হয়ে থাকে। আমার মা যেভাবে ভাগ করছে ওই ভাবে ভাগ হয় নাই।
প্রশ্ন ১ - স্বর্ন কি সম্পত্তির মত ইসলামিক নিয়মে ভাগ হয়ে থাকে? ভাইয়া কি ৬.৫ ভরি এখান থেকে পাবে?
প্রশ্ন ২- সম্পত্তি সাথে কি স্বর্ন এজবদল করা যায়?
আমার বাবা অসুস্থ থাকা অবস্থায় কাজ করতে পারে নাই। বাবার ব্যবসা ওখানে ভাইয়া কাজ করত। ব্যবসা ওখান থেকে মেইন ইনকাম আসত। যা দিয়ে ভাইয়া সংসার চালানো , বাবার ঋণ পরিশোধ করা হয়েছে। ভাইয়া তখন সত্যি ঘরে অনেক করেছে। পরে স্বর্ণ নিয়ে আমার মা সাথে কথা বিরোধ লাগলে বলে আমি ইনকাম করেছি, চাইলে ঘরে টাকা না দিয়ে নিজে জমাই রাখতাম। তখন মা বলে, নিজে কিছু করে তো করে ইনকাম করো নি। বাবার ব্যবসা থেকে ইনকাম করে আনছো। নিজে আলাদা রুজি করে আনলে এই কথা বলতা।
প্রশ্ন ৩ - যেহেতু বাবা ব্যবসা থেকে টাকা নিয়ে আসত, তাহলে কি ভাইয়া পরিশ্রমের কারনে কি তার টাকা ঘরে খরচ করা হয়েছে? বাবার ঋণ কি ভাইয়া টাকা পরিশোধ করা হয়েছে?
প্রশ্ন ৪- বাবা মৃত্যু পর তার ব্যবসা কি শুধু কি ছেলে পাবে ( অর্থ, টাকা) , তার স্ত্রী, মেয়ে কি পায় না?
আমি জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। উত্তর পেলে আমি ভাইয়া কে স্বর্ন বুঝায় দিতে পারব। আমার জন্য মাসয়ালা জানা অনেক জরুরি।