আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
আস সালামু আলাইকুম, আমার প্রশ্নটা একটু লম্বা হতে পারে, অনুগ্রহ করে একটু বিস্তারিত উত্তর জানাবেন উস্তায......আমি জিজ্ঞেস করার কোনো মাধ্যম পাচ্ছিনা বলে বাধ্য হয়ে এখানে লম্বা প্রশ্ন দেয়া ।
আমার প্রতিবেশি বিভিন্ন হুমকি দিতো যে আমাকে বিয়ে করতে দিবেনা বা এ-ই সেই ইত্যাদি । তো আম্মু ভয়ে এক মহিলা কবিরাজ থেকে বান কাটার সিদ্ধান্ত নেন । আম্মু আশেপাশের মানুষ থেকে শুনেছেন ❝কবিরাজটা কুরআন দিয়ে চিকিৎসা করে, চিকিৎসার সময় তাকে কুরআন পড়তে দেখেছে❞ - তাই আমি চিকিৎসা করতে সম্মত হই ।
কবিরাজ কিছু পানি পড়া, তেল, ১টা ফুল, আর ১টা তাবিজ কোমরে বাঁধার জন্য, আর ১টা তাবিজ উঠোনে গাছে রাখার জন্য দেয় । আমার কিছুটা সন্দেহ লাগে এসব কুফরি চিকিৎসা কিনা - তারপরও কুরআনি চিকিৎসা বলে অন্ধবিশ্বাস করে ফলো করি ।
এরমধ্যে আমি কবিরাজের ভন্ডামি সংক্রান্ত কিছু লেখা পাই রুকইয়াহ সাপোর্ট গ্রুপে, আমি তা না পড়ে ইচ্ছে করেই এড়িয়ে যাই নিজের চিকিৎসার প্রতি বিশ্বাস রেখে আর পড়লে তাবিজ খুললে হিতে বিপরীত হবে মনে করে । ভয় পেয়েছিলাম মূলত উল্টো হয়ে যাবে কিনা বলে । (অথচ ব্লগটা পড়লে কবিরাজ যে প্রতারণা করেছে আমার সাথে তা বুঝতে পারতাম)
তারপর প্রতিবেশির আচরণ আরো বেশি ক্ষিপ্র হয়ে উঠলে ওই কবিরাজ আমাকে শত্রুর ভয়ে নাজুক অবস্থায় কিছু চিনি পড়া ও পানি দেয় যেকোনো পাত্র পক্ষকে খাওয়াতে, বলেছে এটা জাদু হবেনা, প্রতিবেশির কুমন্ত্রণা কাজ না করার জন্য, সম্বন্ধ সেট হওয়ার জন্য এসব দেয়া হয়েছে । এরপর (আমি পড়াশোনা করে বুঝতে পেরেছি এসব কবিরাজের ভন্ডামি, এবং এসব শিরক, তাবিজ খুলে দেখেছিলাম সব শয়তানের সিম্বল আঁকা । যদিও আমার মন বারবার বলছিলো এসব কুফরি চিকিৎসা হয়তো, চিকিৎসার মাঝপথ থেকে ফিরে আসতেও ভয় পাচ্ছিলাম হিতে বিপরীত হবে কিনা) ।
তো এর কয়েকমাস পর আমার বিয়ে হয়, আমার প্রশ্ন হলো,
১) ওই চিকিৎসা চলাকালীন অবস্থায় আমার বিয়ে হয়, এক্ষেত্রে বিয়ে কি সহিহ হয়েছে?
২) যদি বিয়ে নবায়ন করতে হয় তাহলে একটু কি করতে হবে বিস্তারিত জানালে উপকার হয় উস্তায ।
৩) আর তাওবাহ'র বিষয়ে, রব কি আমার এই শিরকি গুনাহ ক্ষমা করবেন? (আমার বারবার আফসোস হচ্ছে কেন সেদিন কবিরাজের ভন্ডামি বিষয়ক লিখাটি পড়লাম না, পড়লে আজ এতকিছু হতোনা) ।
শত্রুর কুমন্ত্রণা কাজে না দিতে এবং সম্বন্ধ সেট হতে কবিরাজ যে চিনি পড়া যেকোনো পাত্রপক্ষ কে খাওয়াতে দিয়েছিলো, তাতে আমার মনে হয়েছিলো এসব জাদু হয়তো, কিন্তু কবিরাজ বলেছিলো এসব জাদু না, কিভাবে যেন কবিরাজের কথায় প্রভাবিত হয়ে গিয়েছিলাম জানিনা । কবিরাজটা মহিলা ছিলো । আমার এখন বারবার ওয়াসওয়াসা আসছে যে, আমি ইচ্ছে করেই বিয়ে না হওয়ার ভয়ে এসব চিকিৎসা করেছি, অথচ এই কুফরি চিকিৎসার কোনো বিষয়েই আমি সিউর ছিলাম না । ভীষণ চিন্তায় আছি....