আসসালামু আলাইকুম, কিছুদিন পরপর আমি এমন কিছু স্বপ্ন দেখি যা আমাকে জাগ্রত অবস্থায় বা দিনে মানসিকভাবে অনেক কস্ট দেয়।আমি লাস্ট দেখা ২ টা স্বপ্ন লিখসি।
১) স্বপ্নে দেখি,একটা হলদে সাপ আমার ঘরে প্রবেশ করতে চাচ্ছে। আমি ঘরের দরজায় দাড়ানো।কিন্তু সে প্রবেশ করেসে কিনা মনে নেই, তারপরই দেখি, আমি অন্য ঘরের দরজায় দাড়ানো, হলুদ রং এর একটা সান্ডা আবারো আমার ঘরে আসতে চাচ্ছে। কিন্তু সে আসতে পারে নি।
বাস্তবিক পক্ষে আমি সাপ, ইদুর সরীসৃপ প্রাণী অনেক ভয় পাই।
২) স্বপ্নে দেখি আমি একটা বাথরুমে গোসলের জন্য প্রবেশ করেসি। ওখানে বালতি না থাকায়, আমি কমোডের পানি দিয়ে গোসল শুরু করি এবং কুলিও করি, গোসলের শুরু তে পানি স্বচ্ছ ছিলো, হঠাৎ পানিতে নিচ থেকে হলুদ ও কালো রং এর পায়খানা ভাসতে থাকে, এবং আমি ঘৃনা নিয়ে গোসল শেষ করি। গোসল শেষে আমি খুব রাগ করে আমার মাকে বলসি, নাপাক পানি দিয়ে গোসল করেসি, এখন আমার নামাজ কেমনে হবে।আমার তো নামাজ হবে না।আমি এখন কি করবো। আমি তো নাপাক পানি দিয়ে গোসল করসি।
স্বপ্ন টা দেখার পর আমি মানসিক ভাবে খুব বিপর্যস্ত।
আল্লাহ আমাদের মাফ করুক।আমিন