আসসালামু আলাইকুম,
১. আমার স্বামী সামান্য ঝগড়া হলেই সবসময় আমাকে গালিগালাজ করে আর তালাক দিতে চায়। বলে যে এটা করলে তোমাকে তালাক দিবো, ওটা করলে তোমাকে তালাক দিবো। একদিন বলেছে ফোন কাটলে তোমাকে তালাক দিবো কিন্তু আমি খুবই সমস্যায় পড়ে যাওয়াই কল কাটতে হয়েছে তাহলে কী তালাক হয়ে গেছে?
২. কিছুদিন প্রচন্ড ঝগড়া হওয়াই আমি কষ্ট সহ্য না করতে পেরে বলেছি তোমার সাথে থাকবোনা আমাকে তালাক দিয়ে দাও, তখন সে বলেছে আচ্ছা ( মনে তালাকের নিয়ত নিয়ে বলেনি, পরে জিজ্ঞেস করাতে বলেছে যে এটা এই ভেবে বলেছে যে আচ্ছা দিবো এখন থামো এরকম নিয়তে, দিলাম নিয়তে বলেনি)
৩.আরেকদিন ও সেইম আমি বলেছি তালাক দিয়ে দাও, তখন বলেছে "হুম বাড়ি যাও" ( আমি তখন মায়ের বাসায় থাকতাম, আর যখন ওই কথপোকথন হচ্ছিলো তখন আমরা বাড়ি থেকে দূরে এক স্থানে ছিলাম)
পরবর্তীতে জিজ্ঞেস করায় বলেছে নিয়ত নিয়ে বলেনি তালাকের, এই উদ্দেশ্যে বলেছে যে আচ্ছা এখন বাড়ি যাও। কিন্তু সে পুরো সেনটেন্স বলেনা শুধু বলে আচ্ছা, বা বাড়ি যাও এরকম কিন্তু তালাকের নিয়তে বলেনা।
তাকে পরে বললে বলে আমি তালাকে কেনায়া সম্পর্কে জানি, এটা হতে হলে মনে তালাকের নিয়ত থাকতে হয়। আমি কখোনোই নিয়ত নিয়ে বলিনি।
৪. দুই তিন মাস ধরে সে নিয়মিত কিছু হলেই তালাক দিতে চায় আমাকে, সব সময় এই কথা শুনতে শুনতে আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। কোনো রুকইয়া করলে কী স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হওয়া সম্ভব? ( আমি দম নিতে পারিনা, সে আমার কষ্ট উপলব্ধি করেনা। আমি কান্না করলেও বিরক্ত হয় আর তালাক দিতে চায়, মারধর করে) আমি তাকে অনেক ভালোবাসি তাই এতকিছুর পর ও তার স্ত্রী থাকতে চাই।
** এর আগে সে আমাকে একদিন সত্যি সত্যি এক তালাক উল্লেখ করে দিয়েছিলো, এবং পরেরদিন ফেরত নিয়েছিলো।
আরেকটা প্রশ্ন - বিয়ে যেমন আল্লাহ নির্ধারিত ফিক্সড তকদির তালাক ও কি সেরকম তকদির?
আমি গুছিয়ে লিখতে পারিনি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন শায়েখ।