জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
কেহ কেহ বলেছেন, যে সাহাবারা আসরের পর ঘুম এড়িয়ে চলতেন, কারণ এতে মন ও শরীরে প্রভাব পড়ে বলে তাদের বিশ্বাস ছিল।
কিছু বর্ণনা আছে যেখানে বলা হয়েছে, আসরের পর ঘুমালে মন কিছু সময়ের জন্য বিভ্রান্ত বা ভারী হয়ে যেতে পারে, যদিও এগুলো অধিকাংশ আলেমের মতে অভ্যাসগত ও অভিজ্ঞতার ভিত্তিতে বলা।
মাখূল (تابعي): তিনি আসরের পর ঘুমকে অগোছালো চিন্তা বা 'ওস্বাস' (শয়তানের ব্লার্ড নির্দেশনা) আসতে পারে এমনভাবে এড়িয়ে বলতেন।
ইবনুল কইয়্যিম: তিনি বলেন—"সবচেয়ে খারাপ ঘুম হল আসরের পরের ঘুম", এবং এটি বুদ্ধিমত্তার হ্রাস ঘটাতে পারে এমনটা তিনি উল্লেখ করেছেন।
শায়খ যাযীদ আল-মাদখালী: তিনি বলতেন, “যে ব্যক্তি দিনের শেষ দিকে—রাত হওয়ার আগেই ঘুমায়, তা অমর্যাদাকর।” তিনি উল্লেখ করেছেন যে, সবচেয়ে বেশি বর্জনীয় সময়টাই হলো দিনের শেষাংশ (যেমন: আসরের পর)
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেঃ-
বিকেলের শেষ দিকে ঘুমালে রাতে ঘুমের সময় নষ্ট হতে পারে এবং শরীরের প্রাকৃতিক সার্কাডিয়ান রিদম বিঘ্নিত হতে পারে।
অনেকের ক্ষেত্রে আসরের সময় (বিকেল) ঘুমালে ঘুম থেকে ওঠার পর মাথাব্যথা বা ঝিমঝিম ভাব হয়।