আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
231 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (86 points)
আসসালামু আলাইকুম, 1.ইদ্দত কালীন সময়ে মহিলাদের জীবন যাপন কেমন হবে ?

2. ইদ্দতকালীন সময়ে স্ত্রী তার স্বামীর কবর দেখতে যেতে পারবে কি ?

3.বাবা মারা যাওয়ার পর মেয়ে কি বাবার কবরে একটু পর পর দেখতে যেতে পারবে পর্দার সহিত ?

4. কবরে গিয়ে কি মহিলারা দুআ করতে পারবে ?

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত হল তিন হায়েজ অতিক্রম হওয়া। অর্থাৎ তালাকপ্রাপ্তা হবার পর স্বামীর সাথে যে বাড়িতে থাকতো সেখানে, যদি তা সম্ভব না হয়, তাহলে নিকটতম নিরাপদ বাড়িতে তিন হায়েজ পরিমাণ সময় অবস্থান করবে। এ সময় সাজগুজ, ঘুরাঘুরি ইত্যাদি করতে পারবে না। তীব্র প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবে না। বিশেষ করে রাতে অন্য কোথাও থাকতে পারবে না। সন্ধ্যার আগেই আবশ্যকীয় প্রয়োজন সেরে বাড়িতে চলে আসতে হবে।

উপরোক্ত বিধান অনুপাতে আপনার হুকুম আপনি নিজেই বের করে নিতে পারবেন। তালাকের ইদ্দত পালনকালে তীব্র প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে। অন্যথায় যাবে না। সেই হিসেবে ক্লাসে অংশ না নেয়াই উচিত। বাকি বেশি জরুরত থাকলে যাওয়া যাবে, কিন্তু সন্ধ্যার আগে অবশ্যই বাসায় ফিরতে হবে।

وَجَوَّزَ فِي الْقُنْيَةِ خُرُوجَهَا لِإِصْلَاحِ مَا لَا بُدَّ لَهَا مِنْهُ كَزِرَاعَةٍ وَلَا وَكِيلَ لَهَا (طَلُقَتْ) أَوْ مَاتَ وَهِيَ زَائِرَةٌ (فِي غَيْرِ مَسْكَنِهَا عَادَتْ إلَيْهِ فَوْرًا) لِوُجُوبِهِ عَلَيْهَا

(وَتَعْتَدَّانِ) أَيْ مُعْتَدَّةُ طَلَاقٍ وَمَوْتٍ (فِي بَيْتٍ وَجَبَتْ فِيهِ) وَلَا يَخْرُجَانِ مِنْهُ (إلَّا أَنْ تُخْرَجَ أَوْ يَتَهَدَّمَ الْمَنْزِلُ، أَوْ تَخَافُ) انْهِدَامَهُ، أَوْ (تَلَفَ مَالِهَا، أَوْ لَا تَجِدَ كِرَاءَ الْبَيْتِ) وَنَحْوَ ذَلِكَ مِنْ الضَّرُورَاتِ فَتَخْرُجُ لِأَقْرَبِ مَوْضِعٍ إلَيْهِ،

وفى رد المحتار: وَأَمَّا الْخُرُوجُ لِلضَّرُورَةِ فَلَا فَرْقَ فِيهِ بَيْنَهُمَا كَمَا نَصُّوا عَلَيْهِ فِيمَا يَأْتِي، فَالْمُرَادُ بِهِ هُنَا غَيْرُ الضَّرُورَةِ،

 (الدر المختار مع رد المحتار، كتاب الطلاق، باب العدة، فصل فى الحداد-5/225، البحر الرائق، باب العةة، فصل فى الحداد-4/154، هداية-2/42)

তালাক না নিয়ে, ছাড় দেবার মানসিকতা নিয়ে বিয়েটি টিকানোর চেষ্টা করুন। আর এভাবে পরিবারকে না জানিয়ে বিয়ে করাটা আপনাদের উচিত হয়নি। ভবিষ্যতে এহেন কাজ করা থেকে সতর্ক থাকুন।

দাওয়াত ও তাবলীগের মেহনতে যেহেতু দ্বীনে সমঝ এসেছে। সেটিকে কাজে লাগান। বেশি বেশি দ্বীনের কাজের সাথে জুড়–ন। আল্লাহর কাছে দুআ করুন। ইনশাআল্লাহ মনোমালিন্য দূর হবে। আমরা দুআ করি। আল্লাহ তাআলা আপনাদের কল্যাণী ফায়সালা করার তৌফিক দান করুন। মুসিবত থেকে হিফাযত করুন। আমীন।( আহলে হক মিডিয়া থেকে সংগৃহিত)

(২) ফিতনার আশংকা না থাকলে, এবং বাসস্থানের কাছেই স্বামীর কবর থাকলে,  নারী  তার স্বামীর কবরে যেতে পারবে। 
(৩) মহিলাদের জন্য কবরে যাওয়া নিয়ে উলামায়ে কেরাম বলেন, ফিতনার আশংকা থাকার কারণে মহিলাদের জন্য কবরে গিয়ে যিয়ারত করা নিষেধ। 
(৪) ফিতনার কারণে নিষেধ। সুতরাং মহিলারা বড়িতে বসেই দুআ করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...