আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
;উস্তাদ আমি সেলাই প্রশিক্ষণ দেয়।২ মাসের কোর্স ১৫০০।আমি খুবই অল্প টাকাই করাচ্ছি।তো একজন ১০০০ টাকা দিয়েছে। দেড় মাসের মতো ক্লাস করেছে,,১৮ টা আইটেম ছিলো,৩ টা আইটেম এর ক্লাস করে নাই।এখন ৫০০ টাকা দিতে চাচ্ছে না।আমার কথা হলো,আমি কোর্স হিসেবে নিয়েছি, কেউ যদি ক্লাস না করে, এটা তার ব্যাপার।আমি তো প্রতিদিন ক্লাস দিয়েছি।।উল্টো আমাকে অনেক অপমানজনক কথা বলতাছে। আমি যেদিন ক্লাস থাকে,,প্রতিদিন রিমাইন্ডার দিতাম ক্লাসে আসার জন্য।
১।এখন আমার জানার বিষয় হলো,আমি যে ৫০০ টাকা চাচ্ছি,,এটা কি আমার হক না?
২।ওই মেয়ে বলছে,,৫০০ টাকা নিলে তার হক নষ্ট করা হবে।