বিসমিহি তা'আলা
জবাবঃ-
ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হল,
যা উসূলে ফিকহের গ্রহণযোগ্য কিতাবে বর্ণিত রয়েছে....
ﺍﻟﻴﻘﻴﻦ ﻻ ﻳﺰﻭﻝ ﺑﺎﻟﺸﻚ
(ﺍﻷﺷﺒﺎﻩ ﻭﺍﻟﻨﻈﺎﺋﺮ، ﺍﻟﻘﺎﻋﺪﺓ ﺍﻟﺜﻼﺛﺔ)
ভাবার্থঃ
পূর্ব বিশ্বাস সন্দেহের কারণে দূরবিত হয় না।(অাল-আশবাহ ওয়াননাযাঈর-তৃতীয় ক্বায়েদা দ্রষ্টব্য)
সুতরাং
যেহেতু সন্দেহ পূর্বের ইয়াকিন-বিশ্বাসকে দূরবিত করে না।তাই আপনার রোযায় কোনো সমস্যা হয়নি।এরকম সন্দেহ শয়তান মানুষের অন্তরে ঢালার চেষ্টা করে।সুতরাং সন্দেহ আসার সাথে সাথেই আউযু বিল্লাহি মিনাশ-শাইত্বানির রাজিম পড়ে নিবেন।যেহেতু রোযায় কোনো সমস্যা হচ্ছে না তাই আপনি অজুকে পরিত্যাগ করতে পারবেন না।জাযাকুমুল্লাহ।
বিস্তারিত জানতে ভিজিট করুন-293, 165
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.