আসসালামু আলাইকুম।
১. কাপড়ের শো-রুম দিতে চাই। শোরুমে তো নানান রকম মানুষ আসে সবার চাহিদা তো সমান না এজন্য বিভিন্ন ধরনের পোশাক রাখতে হয়।
এক্ষেত্রে শাড়ী, থ্রীপিস, গাউনের পাশাপাশি মেয়েদের গেঞ্জি, প্যান্ট, শার্ট ইত্যাদি ওয়েস্টার্ন পোশাক বিক্রি করলে কি গুনাহ হবে? ইনকাম হালাল হবে?
২. নিজের ব্যবসার মাল হালাল টাকায় কেনা কিন্তু এই মাল কিনতে যাওয়া, ডেলিভারি দেওয়া এসব কাজে নিজের যে বাইক ব্যবহার করা হয় সেই বাইকের তেলের টাকা হালাল টাকায় না কেনা হলে এক্ষেত্রে কি ব্যবসার ইনকাম হালাল থাকবে?
৩.ফেসবুক পেইজে ড্রেসের পোস্ট যে সবচেয়ে বেশি শেয়ার,লাইক, কমেন্ট করবে তাকে কিছু টাকাা কিংবা কোনো ড্রেস উপহার দেওয়া হবে, টপ ফ্যান হলে উপহার দেওয়া এগুলা কি করা যাবে? এরকম করে পেইজে ফলোয়ার বাড়িয়ে ইনকাম করলে সেটা কি হালাল হবে?
৪.অবৈধ ইনকাম করে কিংবা টাকা হালাল না এরকম কাস্টমারের কাছে কি জেনেশুনে পোশাক বিক্রি করলে সেটা হালাল হবে ইনকাম? অনেক সময় পরিচিত এরকম লোক তো কিনতে চায় পছন্দ হলে।
৫.শাড়ী, থ্রিপিসে তো ক্যাটালগে মহিলাদের ছবি দেওয়া থাকে প্রত্যেকটা প্যাকেটে। এই পোশাকগুলা বিক্রি করলে সে ইনকাম হালাল হয়?