ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121
মালে নামীতে যাকাত আসে। বিস্তারিত দেখতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1434
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বর্তমানে রূপার বাজার মূল্য প্রায় ১,৭১৪ টাকা থেকে শুরু করে ২,০৯৮ টাকা পর্যন্ত। ১৭১৪×৫২.৫ =৮৯,৯৮৫৳ হয়। সেই হিসেবে এই টাকার সাথে স্বর্ণ রুপা আর কিছু আপনার নিকট না থাকলে এখন পর্যন্ত আপনার উপর যাকাত ফরয হয়নি।
অগ্রীম যাকাত দেয়া যায়। দরুণ আপনি নিজের কাছে উপস্থিত ১ লাখ টাকা এই বৎসর এবং আগামী বৎসরের অগ্রীম যাকাত দিলেন। এখন এই বৎসর বা আগামী বৎসর যদি আপনার নিকট ১ লাখের বেশী টাকা চলে আসে, তাহলে আপনাকে এই অতিরিক্ত টাকার ২.৫% যাকাত দিতে হবে।