আসসালামু আলাইকুম ।
২০২৫ জুলাই/আগস্টে যাকাতের নেসাব রৌপ্যের হিসাবে কত ?? একটু জানালে উপকৃত হতাম.. বিগত ২৮ জুলাই আমার সেভিংস একাউন্টে ৮২ হাজার টাকা আসে। আমার ইচ্ছে আছে যাকাত আদায়ের। জীবনের ১ম আদায় করবো। তবে ঠিক পরিমাণ না জানায় কনফিউজড হয়ে যাচ্ছি। দয়া করে সাহায্যা করবেন।
২/আর যদি যাকাত ফরজ হয় আর আমি ফরজ হওয়ার সাথে সাথেে ১ম বছরের যাকাত অগ্রীম আদায় করতে চাই সেক্ষেত্রে পারবো কীনা?
অগ্রীম আদায় করলে ২য় বছর এর হিসাব কখন শুরু হবে??