১. ঘরে মোছার সময় আমরা যে ভেজা কাপড় ব্যবহার করি তা যদি আমার কাপড় বা শরীরে লাগে এতে কি আমার শরীর বলা কাপড় নাপাক হবে নাকি?
২. ফরজ গোসল ব্যতীত সুন্নাত, মুস্তাহাব বা সাধারণ সময়ে আমারা যে গোসল করে থাকি তার নিয়ম ও নিয়ত কি হবে?
৩. আমাদের বর্তমান বাসা গুলোতে টয়লেট ও গোসলখানা এক সাথে এখন আমি টয়লেট ব্যাতীত অন্য কোন কাজে (কাপড় ও হাত মুখ ধোঁয়া) প্রবেশ করলে কি দোয়া পড়তে হবে নাকি?