বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইনশাআল্লাহ র সাথে আজিজ, বিইজনিহ বলা যাবে। তবে এটা সুন্নত বলে কোথাও পাওয়া যয়নি
(২)
আপনি আল্লাহর কাছে আপনার বোনের হেদায়েতের জন্য দু'আ করবেন। এবং হেকমতের সাথে সময় সুযোগ বুঝে তাকে দাওয়াত দিবেন। আল্লাহ তা'আলা বলেন:
ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ( ﺍﻟﻨﺤﻞ : ١٢٥)
আপনি আপনার প্রতিপালকের দিকে আহবান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক করুন। (সূরা নাহল: ১২৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তার ঔষধ বন্ধ না করে, বরং তার হেদায়তের জন্য দু'আ করতে থাকুন।