শায়েখ ঋণের টাকা হারাম হবে কেন? যদি একটু বুঝিয়ে বলতেন,,আমি ভালোভাবে আবার প্রশ্নটি করছি
'ক' ব্যক্তি 'খ' ব্যক্তির কাছে যাবে টাকা ঋণ নেয়ার জন্য,এখন 'ক' ব্যক্তি যে টাকা দিয়ে যানবাহন ভাড়া করেছে বা ক্রয় করেছে তা ছিল হারাম টাকা,,,কিন্তু সে যার থেকে ঋণ নিবে তার টাকা হালাল না হারাম তা 'ক' ব্যক্তি জানে না,,এখন 'ক' ব্যক্তি 'খ' ব্যক্তি থেকে ঋণ নিয়ে নিজের হারাম টাকায় কেনা গাড়িতে বা ভাড়া গাড়ি ব্যবহার করে চলে আসে তার বাসায়,,এক্ষেত্রে ব্যক্তির জন্য সে ঋণকৃত টাকা হালাল হবে কি? নাকি হারাম হবে?