আসসালামু আলাইকুম,
আমার নানাভাই মারা গিয়েছে গত বছর নভেম্বর মাসে, আমার নানু্র এতে অনেক শোক হয়েছিল। নানাভাই মারা যাওয়ার পর আমার নানু, নানাভাই এর পাঞ্জাবি পরে নামায পড়ে (উপরে শাড়ি কাপড় পরে)। আমার প্রশ্ন হচ্ছে আমার নানু কি নানাভাই এর পাঞ্জাবি (শাড়ির ভিতরে) পড়ে নামায পড়তে পারবে নাকি গুনাহ হবে?