আসসালামু আলাইকুম,
আমার প্রশ্ন হচ্ছে, পূর্বেকার সকল নবীগণ উম্মতে মুহাম্মদী হবার দরখাস্ত আল্লাহর কাছে করেছেন? আবার অনেকে বলেন কোন নবির দুআ কবুল হয়নি কিন্তু ঈসা আলাইহিস সালাম এর দুআ আল্লাহ কবুল করেছিলেন, তাই থাকে কিয়ামতের আগে আবার পাঠানো হবে। দলিলের আলোকে জানানোর আবেদন থাকল।