ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোন গ্রহণযোগ্য মারফূ হাদীস দ্বারা একথা প্রমাণিত নয় যে, পূর্বেকার নবীগণ উম্মতে মুহাম্মদী হবার আকাঙ্খা করেছেন। কিছু কিতাবে এ ধরণের বর্ণনা পাওয়া যায়, কিন্তু তাতে সনদের কোনো উল্লেখ পাওয়া যায় না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কিছু বর্ণনায় হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতে মুহাম্মদী হওয়ার দুআ কবুলের কথা বর্ণিত হয়েছে। কিন্তু এ সংক্রান্ত বর্ণনাও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। ফাতহুল বারীতে ইবনে হাজার সূত্রবিহীন তা উল্লেখ করে সেটাকে মারজূহ হওয়ার দিকে ইঙ্গবত করেছেন। [ফাতহুল বারী-৬/৪৯৩]
فتح الباري لابن حجر (6/ 493)
''وقيل: إنه دعا الله لما رأى صفة محمد وأمته: أن يجعله منهم، فاستجاب الله دعاءه وأبقاه حتى ينزل في آخر الزمان مجدداً لأمر الإسلام، فيوافق خروج الدجال فيقتله''۔
عمدة القاري شرح صحيح البخاري (23/ 447، بترقيم الشاملة آليا)
''لأنه دعا الله تعالى لما رأى صفة محمد وأمته: أن يجعله منهم، فاستجاب الله دعاءه وأبقاه حياً حتى ينزل في آخر
الزمان ويجدد أمر الإسلام، فيوافق خروج الدجال فيقتله''۔فقط واللہ اعلم