আমার এক আত্মীয় বিদেশে যাবেন, সে জন্য কিছু আত্মীয় স্বজন ও বন্ধু দাওয়াত দিয়ে ওনার জন্য দোয়া পড়ানো হবে এবং সেই উপলক্ষে খাবারের আয়োজন করা হচ্ছে ( খাবার আত্মীয় আসবে তাই ব্যবস্থা করা হচ্ছে নাকি দোয়া পড়াবে তাই করা হচ্ছে জানিনা তবে উদ্দেশ্য যাই হোক দোয়া পড়ানো এমন কিছু করলে সবসময়ই খাবারের আয়োজন করে), খাবারের আয়োজন বলতে মুরগি আনা হয়েছে রান্নাবান্না হবে। এমন করা কি যাবে? নাকি তা বিদআত হবে?