আস সালামু আলাইকুম। রক্তের সম্পর্ক ছিন্ন করলে জান্নাত পাওয়া যায়না, দুয়া ও কবুল হয়না।
কিন্তু আমার বাবার নিজের এক বোন আচার আচরণে খুবই খারাপ, ধনলিপ্সু,লোভী, অহংকারী, মানসিকভাবেও অত্যাচারী, খুবই পরনিন্দাকারী,নিজেকে অনেক উত্তম মনে করে ইত্যাদি।
এখন, এই মহিলা আমার নামেও একবার মিথ্যস রটনা করেছে।
তখন আমি খুব ক্ষিপ্ত হয়ে তাকে খারাপবাক্য বলে অডিও দিয়েছি। এরপর আরেক আত্মীয় দ্বারা বলেছি, যেহেতু আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যায়না তাই আমি আমার কথা ফিরিয়ে নিলাম।
এখন তার সাথে দেখা হলেও আমি সালাম দেইনা,সেও কিছু বলেনা। আমি আসলে তাকে avoid করি, আমরা আরো কিছু কাজিন ও ওকে দেখলে নাকি পালিয়ে যায়! এজন্যই এড়িয়ে যাই, কারণ ১। আমি তাকে খুব অপছন্দ করি,রুচি হয়না।যদিও মনে তো আক্রোশ থাকেই তবুও আমি মাফ করে দিয়েছি
২। সালাম দিলে নতুন করে অত্যাচার করতে পারে।হয়ত এমন কথা বলবে যা আমি সহ্য করতে পারব না,রেগে যাব, প্রতিউত্তর করব।
এমতাবস্থায়, আমার দুয়া কি আসলেই কবুল হচ্ছেনা বা আমি কি জান্নাতে যেত্ব পারব না এইজন্য? আমি তো নিজের মানসিক শান্তি রক্ষার জন্যই তা করছি, হ্যাঁ কিছুটা ইগো যে নেই তা নয়।তবে আমি তাকে সালাম দিতে পারব, কিন্তু চাচ্ছিনা আবার কথা শোনাবে, জীবনে নাক গলাবে তাই।
তাছাড়া এটা কি আসলেও আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়েছে?