আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এক বোনের প্রশ্ন
১/ ৪/৫ দিন ধরে আমার নামাজ পড়ে ও মনে শান্তি মিলতেছে না, নামাজ পড়তে মন চায়‌ না এবং নামাজে কোন খুশু খুযু নেই। সময় থাকা সত্ত্বেও না কোরান পড়া হচ্ছে না জিকির করা হয়।
২/ আর এই ৪/৫ দিন ধরে প্রত্যেকদিন স্বপ্নে দেখতে পাই একদিন পানি খাচ্ছি বা একদিন ঘরে কিছু খাচ্ছি।
এইভাবে কেন হচ্ছে??
৩/উস্তাদ অনেক শাইখের নামের শেষে রহমাতুল্লাহি /বারাকাতুল্লাহ বলে কেনো?
জাযাকাল্লাহু খইরন উস্তাদ