আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তায।
একজন ব্যক্তি বিয়ের প্রস্তাব দেন, তাকে দীনদ্বার মনে হয়েছে।কিন্তু তিনি কিছু বিষয় বিশ্বাস করেন-নবী আল্লাহর প্রথম সৃষ্টি-প্রথম নবীর নূর সৃষ্টি হয়েছে,আদম(আ) এর তাওবা নবীর নামের উসিলায় কবুল হয়েছে(আরশের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ দেখে পড়ে দুয়া করেছিলেন তাই),জান্নাতের সব দেওয়ালে নবীর নাম লিখা।
তিনি মিলাদুন্নবী পালন করেন-(রোযা রাখেন,মিলাদ করেন,দাড়িয়ে সালাম জানান নবীকে এই মনে ভেবে যে তিনি রওযার সামনে আছেন,মিলাদ শেষে খাওয়ান),শবে বরাত পালন করেন তিনি মনে করেন এসব শরিয়ত বিরুধী কোনো কাজ না তাই জায়েজ।মুস্তাহাব।
তিনি আযান এর আগে দুরুদ পড়েন,আযানে নবীর নাম আসলে বুড়ো আঙুলে চুমু দিয়ে চোখে লাগিয়ে বলেন আপনি আমার জানের চেয়েও প্রিয় ইয়া রাসুলুল্লাহ,সোমবার ও বৃহস্পতিবার তালিম করেন একসাথে যিকির করেন(লা ইলাহা ইল্লাল্লাহ,আল্লাহু),তালিম শেষে যে যার মতো জিকির করেন।
ওয়াহহাবি,দেওবন্দীদের বাতিল ফিরকা বলেন।
তিনি একজন পীরের কাছে বাইয়্যাত নেন।
এটি কি আক্বীদা বিরোধী কি না?
আহলে সুন্নাহ ওয়াল জামায়াত বিরোধী কি না?
উনাকে বিয়ে করা কি জায়েজ হবে?