আস সালামু আলাইকুম।
সিরিয়াসল না নিয়েই এক ছেলে অডিও কলে এক মেয়েকে বলে, "আমাকে বিয়ে করবা? করলে কবুল বল"
মেয়েও সিরিয়াস না হয়েই তিনবার কবুল বলে ফেলে যেহেতু ছেলেটির সাথে পারিবারিকভাবেই বিয়ে হওয়ার কথা ছিল। মেয়ের সামনে কোন সাক্ষী ছিলনা বা মেয়ে এটাও জানেনা যে, ছেলের ওইপাশে কেউ ছিল কি না, কথাগুলো শুনেছে কি না। তবে না থাকার সম্ভাবনাই অনেক বেশি।
এখন প্রশ্ন হল -
(১) এদের কি বিয়ে হয়েছে?
(২) বিয়ে হলে তালাক টা কীভাবে নেয়া যাবে? ছেলে বর্তমানে অন্যখানে বিবাহিত এবং মেয়ের অন্য জায়গায় বিয়ে হবে।
ছেলে তিনবার তালাক বললেই কী হবে?