১.মেয়েরা কি পর্দার সহিত খাবারের দোকান দিতে পারবে?শুধু খাবার বিক্রি করবে।বসার বা খাওয়ানোর কোন জায়গা থাকবে না ইন শা আল্লাহ
২.আলহামদুলিল্লাহ,আমি একটা মহিলা মাদ্রাসায় অংক আর ইংরেজি পড়াই,বাংলাদেশে তো বেশির ভাগ হানাফি,তাই হানাফি মাদ্রাসা হওয়ার সম্ভাবনা ই বেশি,আমি সালাফি মাসআলা অনুসরণ করি,হানাফি ও সালাফি মাসআলা তে তো বেশ পার্থক্য আছে,যেমন তাবিজ হানাফি তে হালাল,সালাফি তে হারাম বা শিরক।আমি অবশ্য ওদের আরবী পড়াই না,কিন্তু পরীক্ষার সময় গার্ড দিতে হবে,তখন আরবি সাব্জেক্ট ও থাকবে,আমি আসলে জানিনা তারা কি পড়ায়,মাজহাব কি কিছুই জিজ্ঞেস করিনি,আমার ওয়াসওয়াসা এর সমস্যা আছে,এর আগেও ওয়াসওয়াসা করে একটা টিউশন ছেড়ে দিয়েছি,আমার প্রয়োজন দেখেই করছি,আমার বাবা আমার কোন খরচ দেয় না,উনার হার্ট এর সমস্যা,তেমন কিছুই করেন না।এখন প্রশ্ন হচ্ছে আমি পরীক্ষা হলে বাচ্চাদের গার্ড দিলে কি গুনাহ হবে?