ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তালাক পতিত হওয়ার জন্য তালাক শব্দের নিসবত বা সম্বন্ধ স্ত্রী দিকে হওয়া জরুরী। স্ত্রীর দিকে তালাক শব্দের সম্বন্ধ ব্যতিত তালাক পতিত হবে না। সম্বন্ধ দুইভাবে হতে পারে।(১) সরাসরি স্পষ্ট শব্দে স্ত্রীর দিকে তালাক শব্দের সম্বন্ধ হওয়া।(২) অর্থগতভাবে সম্বন্ধ হওয়া।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1510
لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوى طلاقا لا تطلق، (فتح القدير، كتاب الطلاق، باب ايقاع الطلاق-4/4)
যদি স্ত্রীর উপস্থিতিতে তালাকের মাস'আলা মাসাঈলকে বারংবার বলা হয়, যেমন স্বামী বলল, তুমি তালাক,এবং এমতাবস্থায় স্ত্রীকের তালাকের উদ্দেশ্য নেই, তাহলে স্ত্রী তালাক হবে না।(ফাতহুল কাদির-৪/৪)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তালাক হওয়ার মত ভয়েস রেকর্ড যা অন্য জনের কন্ঠে উচ্চারণ করা, সেই ভয়েস রেকর্ডটা যদি কেউ তার স্ত্রীর দিকে তালাকের নিসবত করে ইনবক্সে পাঠায়, এতে তালাক হবে না। তবে যদি রেকর্ডে উচ্চারণ কারী ব্যক্তি নিজেকে স্বামীর উকিল বলে পরিচয় দেয়, এবং স্বামীর পক্ষ থেকে তার স্ত্রীকে তালাক হওয়ার কথা বলে, তাহলে তালাক পতিত হবে।