আসসালামু আলাইকুম
আমার আম্মু-আব্বু নামায পড়েন,আম্মু কুরআন পড়েন তনে পর্দা করেন না & আমার আব্বুও আম্মুকে কিছু বলেন না
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছেন,আমি পর্দা করছি তবে বাসায় রাগ করে।লেখাপড়ার জন্য বাসার বাইরে থাকি,এখানে পড়তে পারি তবে নিজের বাসায় গেলে আমাকে জামা পড়তে হয় আর সাথে মাস্ক পড়ি।আমার একটুও ভালো লাগে না।
আমি যদি বলি পর্দা তো ফরজ আম্মু, তখন বলে জামা দিয়ে ঢেকে চললেই হয়, এসব তোমার আব্বুর পছন্দ না, নিকাব বাদ দাও।এগুলো হুটহাট বলে, বাসায় গেলে অনেক কিছু বলে।
আমি কিভাবে নসীহাহ করতে পারি? যেনো আমাকে কোনো লজিক দিয়েই পর্দা না করলেও হয়, নিকাব না পড়লেও হয় যেনো কেউই বলতে না পারে