আসসালামু আলাইকুম,, আমার বিয়ের পর আমার পরিবারের সাথে আমার হাসবেন্ড এর ভালো সম্পর্ক ছিলো,,,কিন্তু আমার ভুলের কারনে যেমন আমার সাথে আমার হাসবেন্ড যা কিছু ঝামেলা হতো শুরুর দিকে সব আমার বাবা মাকে বলে দিতাম,,,যার কারনে তাদের সাথে আমার হাসবেন্ড এর সম্পর্ক নষ্ট হয়ে যায়,,,
আমার বাবা মা আমাকে আমার হাসবেন্ড এর সাথে থাকা চান না,,তারা চান আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসি,,এমনকি এক পর্যায়ে আমি হাসবেন্ড এর সাথে রাগ করে বাসায় চলে গেছিলাম এবং বাবা মাকে বলছিলাম আমি আর থাকবো না,,তখনই আমার মা বাবা আমাকে কোর্ট তালাক করাই আনছিলো,,, আমার অনিচ্ছা সত্ত্বেও,, এটা আমার হাসবেন্ড জানতো না,,,
যখন জানতে পারলো তখন অনেক কান্নাকাটি করে,অনেক কষ্ট পাই, আমার হাসবেন্ড,, যার ফলে আমি যেই দিন তালাক হয় ওই দিনই সেই কোর্ট তালাক বাতিল করে আমার হাসবেন্ড এর কাছে চলে যায়,,,
সেই দিনের পর থেকে আমার বাবা আমাকে একরকম ত্যাগ করেছে,, তেমন সম্পর্ক নাই,,কোনোরকম কথা হয় আমার আম্মুর সাথে।আর আমার হাসবেন্ড তাদের এই কাজে অনেক কষ্ট পেয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে,, তারপর থেকে আমার হাসবেন্ড তার নিজের মধ্যে খারাপ যা কিছু ছিলো সেগুলো পরিহার করার অনেক চেষ্টা করছে,,এবং অনেকটা পরিবর্তন ও হয়েছে।
বেশ কয়েকমাস পর আমাদের রাগের মাথায় তালাক হয়ে গেছে,, এখন আমি আমার হাসবেন্ড কে ছাড়া অন্য কারো সাথে বিয়ের কথা ভাবতে পারিনা,,আমার হাসবেন্ড ও আমাকে চাই,,সে আমার জন্য ইদ্দত পার হয়ে নতুন বিয়ে হয়ে ডিভোর্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি।
আমার হাসবেন্ড এর পরিবার থেকে কেউ জানে না যে তালাক হয়ে গেছে,, আমার বাবা মা কোনোভাবে জেনে গেছে যে আমাদের তালাক হয়েছে,. কিন্তু তারা সিওর না,,, তাদের সামনে বিষয়টা গোপন রেখেছি,,এই বলে যে সব ঠিক আছে,,কিন্তু তারা চাচ্ছে আমি সত্যিটা তাদের বলি এবং এখান থেকে সরে আসি,,এই হাসবেন্ড এর কাছে আর না যায়,,,কারন আমার হাসবেন্ড তাদের সাথে কথা বলে না,,আমাদের বাড়ি যায় না,,এইসব কারনে।
আমি এবং আমার হাসবেন্ড দুজন দুজন কে অনেক ভালোবাসি।এই বিষয়গুলো নিয়ে মানসিক ভাবে অনেক অস্থির হয়ে আছি,,,দয়া করে সঠিক সমাধান বলবেন শায়েখ,,,,
------------আমার প্রশ্ন হলো এখন আমার কার কথা শুনা উচিত?
১.মা বাবার কথা শুনে অন্য জায়গায় বিবাহ করা,, এবং মা বাবার কথা না শুনলে কি আমি আল্লাহর কাছে অনেক গোনাহগার হয়ে যাবো?
২. নাকি প্রথম স্বামী আবার বৈধ হওয়ার জন্য যতদিন অপেক্ষা করা যায় তাই করা,