আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আসসালামু আলাইকুম,, আমার বিয়ের পর আমার পরিবারের সাথে আমার হাসবেন্ড এর ভালো সম্পর্ক ছিলো,,,কিন্তু আমার ভুলের কারনে যেমন আমার সাথে আমার হাসবেন্ড যা কিছু ঝামেলা হতো শুরুর দিকে সব আমার বাবা মাকে বলে দিতাম,,,যার কারনে তাদের সাথে আমার হাসবেন্ড এর সম্পর্ক নষ্ট হয়ে যায়,,,

আমার বাবা মা আমাকে আমার হাসবেন্ড এর সাথে থাকা চান না,,তারা চান আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসি,,এমনকি এক পর্যায়ে আমি হাসবেন্ড এর সাথে রাগ করে বাসায় চলে গেছিলাম এবং বাবা মাকে বলছিলাম আমি আর থাকবো না,,তখনই আমার মা বাবা আমাকে কোর্ট তালাক করাই আনছিলো,,, আমার অনিচ্ছা সত্ত্বেও,, এটা আমার হাসবেন্ড জানতো না,,,

যখন জানতে পারলো তখন অনেক কান্নাকাটি করে,অনেক কষ্ট পাই,  আমার হাসবেন্ড,, যার ফলে আমি যেই দিন তালাক হয় ওই দিনই সেই কোর্ট তালাক বাতিল করে আমার হাসবেন্ড এর কাছে চলে যায়,,,

সেই দিনের পর থেকে আমার বাবা আমাকে একরকম ত্যাগ করেছে,, তেমন সম্পর্ক নাই,,কোনোরকম কথা হয় আমার আম্মুর সাথে।আর আমার হাসবেন্ড তাদের এই কাজে অনেক কষ্ট পেয়ে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে,, তারপর থেকে আমার হাসবেন্ড তার নিজের মধ্যে  খারাপ যা কিছু ছিলো সেগুলো পরিহার করার অনেক চেষ্টা করছে,,এবং অনেকটা পরিবর্তন ও হয়েছে।

বেশ কয়েকমাস পর আমাদের রাগের মাথায় তালাক হয়ে গেছে,, এখন আমি আমার হাসবেন্ড কে ছাড়া অন্য কারো সাথে বিয়ের কথা ভাবতে পারিনা,,আমার হাসবেন্ড ও আমাকে চাই,,সে আমার জন্য ইদ্দত পার হয়ে নতুন বিয়ে হয়ে ডিভোর্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি।

আমার হাসবেন্ড এর পরিবার থেকে কেউ জানে না যে তালাক হয়ে গেছে,, আমার বাবা মা কোনোভাবে জেনে গেছে যে আমাদের তালাক হয়েছে,.  কিন্তু তারা সিওর না,,, তাদের সামনে বিষয়টা গোপন রেখেছি,,এই বলে যে সব ঠিক আছে,,কিন্তু তারা চাচ্ছে আমি সত্যিটা তাদের বলি এবং এখান থেকে সরে আসি,,এই হাসবেন্ড এর কাছে আর না যায়,,,কারন আমার হাসবেন্ড তাদের সাথে কথা বলে না,,আমাদের বাড়ি যায় না,,এইসব কারনে।

আমি এবং আমার হাসবেন্ড দুজন দুজন কে অনেক ভালোবাসি।এই বিষয়গুলো নিয়ে মানসিক ভাবে অনেক অস্থির হয়ে আছি,,,দয়া করে সঠিক সমাধান বলবেন শায়েখ,,,,

------------আমার প্রশ্ন হলো এখন আমার কার কথা শুনা উচিত?

১.মা বাবার কথা শুনে অন্য জায়গায় বিবাহ করা,, এবং মা বাবার কথা না শুনলে কি আমি আল্লাহর কাছে অনেক গোনাহগার হয়ে যাবো?

২. নাকি প্রথম স্বামী আবার বৈধ হওয়ার জন্য যতদিন অপেক্ষা করা যায় তাই করা,

1 Answer

0 votes
ago by (683,010 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এক তালাক বা দুই তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেয়া যায়, তবে তৃতীয় তালাকের পর আর ফিরিয়ে নেয়া যায় না।
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ
তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়।(সূরা বাকারা-২৩০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579

যদি প্রথম স্বামীর সাথে পূনরায় বিয়ে হালাল হওয়ার শর্তে বিয়ে করা হয়, তাহলে সেই পদ্ধতি নাজায়েয হিসেবে বিবেচিত হবে। হ্যা, যদি এমন বিয়ে হওয়ার পর দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হয়ে যায়, তাহলে প্রথম স্বামীর সাথে পূনরায় বিয়ে  বৈধ হয়ে যাবে, কেননা এখানে কুরআনে বর্ণিত শর্ত পাওয়া গিয়েছে। তবে যদি স্বামী স্ত্রী কারো মুখ থেকে বা তৃতীয় কারো মুখ থেকে বিয়ের পর তালাক হবে, এ জাতীয় কোনো শর্ত উল্লেখিত না হয়, বরং স্বামী বা স্ত্রীর কারো মনের মধ্যে এমনটা থাকে, এবং বিয়ের পরবর্তী সহবাসের পর স্বামী বা স্ত্রীর কেউ তালাক দেয় বা চায়, তাহলে তখন তালাক পরবর্তী প্রথম স্বামীর সাথে বিবাহ জায়েয হবে ।এবং উক্ত ত্বরিকাটাও নাজায়েয বা মাকরুহ হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3462

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তিন তালাক হওয়ার পর যেহেতু উক্ত স্বামীর সাথে সাধারণ নিয়মানুসারে আর সংসার করা যাবে না, তাই বাধ্য হয়েই আপনাকে মা বাবার কথা শুনতে হবে।

বিঃদ্রঃ
স্বাভাবিক অবস্থায় স্বামীর কথাকেই অগ্রাধিকার দিতে হয় ব্যালেন্স ঠিক রেখে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...