বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অতএব যে মহিলার চুল এত লম্বা যে, কিছু অংশ কাটলে পুরুষের চুলের সাথে সাদৃশ্য হবে না, এবং পুরুষ বা বিজাতীয়দের অনুকরণের ইচ্ছাও নেই, তার জন্য ঐ সামান্য পরিমাণ কাটা জায়েয হবে। পক্ষান্তরে যার চুল তত লম্বা নয়; বরং অল্প কাটলেই কাঁধ সমান হয়ে যাবে এবং পুরুষের বাবরী চুলের মতো দেখা যাবে তার জন্য অল্প করেও কাটারও অনুমোদন নেই। তবে জটিল অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চুল ছোট করা, এমনকি জরুরতবশতঃ মুন্ডানোরও অনুমোদন রয়েছে। তবে সর্বাবস্থায় ফ্যাশনের অনুকরণ করা থেকে বিরত থাকা জরুরী। উপরোক্ত মূলনীতির আলোকে মহিলারা তাদের চুল কাটতে পারবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3051
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মহিলাদের চুল মুন্ডানো হারাম যা হাদীস থেকে বুঝা যাচ্ছে। তবে চুল কর্তন করা যে হারাম সেটার দলীল হল, পুরুষের সাদৃশ্য গ্রহণের হাদীস যা ফাতাওয়ায়ে শামীর ইবারত থেকে বুঝা যাচ্ছে। সুতরাং পুরুষের সাদৃশ্য হয়, এমন পদ্ধতির চুল কর্তন জায়েয হবে না। এটাই হল মূল বিধান। যেহেতু অধিকাংশ নারীরা পুরুষের সাদৃশ্য গ্রহণের নিমিত্তেই চুলকে কর্তন করে থাকে, তাই অনেকেই সাধারণ চুল কর্তনকে নাজায়েয বলেছেন। সুতরাং আপনার প্রদত্ত লিংকের দু'টির ফাতাওয়া এর মধ্যে আপাতত কোনো বিরোধিতা মনে হচ্ছে না। অনুমোদনকৃত লিংকটি রুখসতের ফাতাওয়া এবং নাজায়েয সম্বলিত ফাতাওয়াটি আজিমত সম্বলিত ফাতাওয়া।