আসসালামু আলাইকুম,, আমার স্বামীর সাথে কিছু দিন আগে আমার এক তালাক হয়েছিল এবং সেটার ফতোয়া এখান থেকে নিয়েছিলাম,,এবং সেই তালাক তখনই ফেরত নিয়েছিল।
তার বেশ কিছুদিন পর আবার ঝামেলা শুরু হয় আমরা দুজন দুজায়গা থাকি বিশেষ করে এটা নিয়ে,গত কাল, অনেক কথায় কথায় আমার স্বামী আমাকে অনেক বিশ্রী ভাষায় আমাকে এবং আমার মা বাপ তুলে গালি দেয়,, যেটা সহ্য করতে না পেরে আমি তাকে তালাক দিতে বলি,,কিন্তু সে দিবেনা বলে অনেক শর্ত দেখায়,,একপর্যায়ে আমি তাকে বলি আমার জীবন ভিক্ষা চাইছি,,আল্লাহর কসম তুমি আমাকে তালাক না দিলে আজকে আমাকে বাচাতে পারবা না,,তারপরেও সে রাজি হয়না,,, কিন্তু আমি ওই কথা গুলো অনেক বার বলার পর সে বাধ্য হয়ে জীবন বাচানোর জন্য রাজি হয় এবং একজন সাক্ষীর সামনে ফোন কলে আমাকে বলে যে,, আমি তোমাকে তালাক দিলাম,,এটা ৩ বার বলে,,
আমাদের কি তালাক হয়ে গেছে? হয়ে গেলে কি এই স্বামীর সাথে কোনো ভাবে আর সংসার করার উপায় নাই?