আসসালামু আলাইকুম।
তালাক সম্পর্কে ভুল কিছু বললে কি সেটা শর্তযুক্ত তালাকে পরিণত হয়?
বুঝতে পারেননি হয়তো। উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাচ্ছি।
মনেকরেন, কোনো স্ত্রী কেনায়া তালাক সম্পর্কে কিছুই জানে না। স্বামী স্ত্রীকে বিষয়টি বুঝাতে বলল : তোমাকে একবারে বাপের বাড়ি চইলা যাইতে বললে তালাক হয়ে যাবে।স্ত্রী বলল: অত্যন্ত স্পর্শকাতর বিষয়। (ভুলবশত তালাকের নিয়তের কথা স্বামী উল্লেখ করলো না/ নিয়ত সম্পর্কে কিছুই বলল না)
প্রশ্ন হলো: কোনো স্বামীর এরূপ ভুলের ফলে কি কোনো শর্তযুক্ত তালাক আরোপ হবে?
পরবর্তীতে এরূপ স্বামী যদি তালাকের নিয়ত ছাড়া স্ত্রীকে বাপের বাড়ি চলে যেতে বলে এতে কি কোনো তালাক পতিত হবে?