উস্তাদ, গর্ভধারনের কষ্ট অনেক কঠিন | আমার জন্য আরো বেশি কঠিন লাগে, কারন অনেক অল্পতেই আমি কাহিল হয়ে যাই | আমাদের নিয়ত আছে , ৩ জন সন্তান গ্রহণ করার | ৩ জন সন্তান নেওয়ার পর , যদি আর সন্তান না নেই , তাহলে কি আমরা গুনাহগার হবো ?
কিন্তু উস্তাদ , বাচ্চা আমার অনেক ভালো লাগে , তবে বাচ্চা হওয়ার শারীরিক কষ্ট আমার জন্য কঠিন লাগে |