1. আস-সালামু আলাইকুম উস্তায
আমার কাকির মেয়ে সন্তান হয় জন্মের দিনথেকেই বাবু অনেক অসুস্থ হয় রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলো প্রায় ১৫ দিন অসুস্থ থাকা অবস্থায় কাকি আল্লাহর কাছে মানত করেছিলো যে,
"" যদি উনার মেয়ে সুস্থ হয়ে যায় তাহলে টানা ১ মাস রোজা রাখবে""
কিন্তু উনার মেয়ে ১ মাস বয়সেই মারা গিয়েছে
" এখন উনাকে কি এই ১ মাস রোযা রাখতে হবে?"
আর যদি রোজা রাখতে হয় তাহলে কি টানা রোযা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে পারবে?
2. আসসালামু আলাইকুম শায়েখ।স্বর্ণ বন্ধক রাখা জায়েজ কি না? ধানের উপর টাকা নেয়া যাবে কিনা? যেমন ক্ষেতে ধান আসার আগেই বিক্রেতার কাছ থেকে ২০০০০ টাকা নিবে এই বলে যে ১০ মণ ধান দিবে ধান উঠলে। এভাবে টাকা নেয়া জায়েজ কি না?
3. আসসলামু আলাইকুম,আমি মোবাইলের অ্যাপ এর সময় অনুযায়ী নামাজ পরি।এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে,
১।অ্যাপ গুলোর সময়সীমা কি সঠিক?
২। আর অ্যাপ এর সময় অনুযায়ী নামাজ পড়লে কি নামাজ হবে?
জানালে অনেক উপকার হতো
জাজাকাল্লাহু খায়রান
4. আসসালামু আলাইকুম,আমার অনেক আত্নীয় কোন রোগ যেমন,কানে ব্যাথা,দাঁতে ব্যাথা,এলার্জি এসবের জন্য পাশের গ্রামে গিয়ে পোকা খুলে,এক মহিলা নাকি কি গাছের জড় দিয়ে বাড়ি দিলে,কান,দাঁত,নোখ,চামড়া থেকে পোকা পরে এতে ব্যাথা কমে,কারো কারো নাও কমতে পারে,এগুলি বিষয়ে জানতে চাই,এসব কি জায়েজ?এটা কি ধরনের চিকিৎসা?
5. Assalamuwalaikum. Ami amar rag kono vabei Control korte parina.ki korle ami rag Theke mukti pabo in sha Allah? R amar prochur Abeg. Abeg dekhiye Manush er kach theke ank khotir somokkhin hoi.
6. আসসালামু আলাইকুম। ৩ রাকআত বেতের নামাজে ১ম রাকআতে সূরা 'আলা ই কী পড়তে হবে?
আর ফরজ নামাজে শুনেছিলাম ৩য় ও ৪র্থ রাকআতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে হয় না। আসলেই কী তাই?