জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের বিধান মতে তালাকের পর স্ত্রী যদি অন্যত্রে বিবাহ না বসে,এ শর্তে সন্তান ছেলে হলে ৭ বছর,মেয়ে হলে ৯ বছর পর্যন্ত তার লালন পালন স্ত্রী তথা সন্তানের মা করতে পারবে।
এটি তার হক,তবে তিনি অন্যত্রে বিবাহ বসলে তার হক আর থাকবেনা।
আবু দাউদ শরীফের ২২৭৬ নং হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ السُّلَمِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ أَبِي عَمْرٍو يَعْنِي الْأَوْزَاعِيَّ، حَدَّثَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنِي هَذَا كَانَ بَطْنِي لَهُ وِعَاءً، وَثَدْيِي لَهُ سِقَاءً، وَحِجْرِي لَهُ حِوَاءً، وَإِنَّ أَبَاهُ طَلَّقَنِي، وَأَرَادَ أَنْ يَنْتَزِعَهُ مِنِّي، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْتِ أَحَقُّ بِهِ مَا لَمْ تَنْكِحِي
আব্দুল্লাহ ইবনু আমর (রাযি.) সূত্রে বর্ণিত। একদা এক মহিলা বললো, হে আল্লাহর রাসূল! এই সন্তানটি আমার গর্ভজাত, সে আমার স্তনের দুধ পান করেছে এবং আমার কোল তার আশ্রয়স্থল। তার পিতা আমাকে তালাক দিয়েছে। এখন সে সন্তানটিকে আমার থেকে কেড়ে নিতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি অন্যত্র বিয়ে না করা পর্যন্ত তুমিই তার অধিক হকদার।
(আহমাদ, হাকিম। ইমাম হাকিম ও যাহাবী বলেন: সনদ সহীহ।)
সাত বছর ছেলে সন্তানের আর নয় বছর মেয়ে সন্তানের মা তার লালন পালন করতে পারবে,খরচ দিবে তার পিতা।
,
তবে শর্ত হলো তার মা অন্যত্রে বিবাহ না বসা।
(কিতাবুন নাওয়াজেল ১০/১৪৩)
,
যদি বিবাহ হয়ে যায়,তাহলে তার মায়ের হক আর থাকবেনা।
যদি মা খারাপ পথে যায়,তাহলে মেয়ে সন্তানের নয় বছর পর্যন্ত সন্তানের নানি (নানি মারা গেলে সন্তানের দাদি) তার লালন পালন করতে পারবে।
ছেলে সন্তান সাত বছর আর মেয়ে সন্তান নয় বছর হওয়ার পার তার লালন পালনের দায়িত্ব তার পিতার।
এক্ষেত্রে কেউই তার হক নষ্ট করতে পারবেনা।
,
والحاضنۃ أمّا أو غیرہا أحق بہ أي بالغلام حتی یستغنی عن النساء وقدر بسبع وبہ یفتی؛ لأنہ الغالب۔ (شامي ۳؍۵۶۶ کراچی)
সারমর্মঃ এক্ষেত্রে ফতোয়া হলো সাত বছরের উপর।
والأم والجدۃ أحق بہا بالصغیرۃ حتی تحیض أي تبلغ۔ (الدر المختار مع الشامي ۵؍۲۶۸ زکریا)
সারমর্মঃ
সন্তান বালেগ হওয়া পর্যন্ত তার হকদার তার মা এবং নানি দাদি।
والأم والجدۃ لأم أو لأب أحق بہا بالصغیرۃ حتی تحیض أي تبلغ في ظاہر الروایۃ۔ (الدر المختار ۳
؍۵۶۶ کراچی، شامي ۵؍۲۶۸ زکریا)
সারমর্মঃ সন্তানের হকদার তার মা এবং নানি দাদি,তার হায়েজাহ তথা বালেগ হওয়া পর্যন্ত।
বিস্তারিত জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরন মতে আপনি যদি নিজ ইচ্ছায় বাচ্চাকে তাদের কাছে দিয় চলে যান, এতে আপনি গুনাহগার হবেননা।
(০২)
প্রশ্নের বিবরণ মতে তার দায়ভার আপনার উপর বর্তাবেনা।
তবে আপনি বাচ্চার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন এবং তাকে যথাযথ ভাবে দ্বীনের পথে চলার নির্দেশ দিবেন।
(০৩)
দুনিয়া ও আখেরাতে সর্বক্ষেত্রেই আপনি উক্ত সন্তানের মা থাকবেন।
(০৪)
হ্যাঁ,দুনিয়ার সকল মানুষের ন্যায় তার রিজিকও নির্ধারিত।
ও কতটুকু খাবে, কতটুকু ঘুমাবে এটা মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
ওর রিজিকে যতটুকু লেখা আছে ও তাই পাবে।
(০৫)
একাকীত্বকে সঙ্গী না বানিয়ে তালাক পরবর্তী ইদ্দত পালন শেষে অন্যত্রে বিবাহ বসার পরামর্শ থাকবে।
এতে দ্বীনের উপর অটল অবিচল থাকা আপনার জন্য সহজ হবে।
(০৬)
আপনি আপনার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন এবং বলবেন যে তিনি যেন মহান আল্লাহ তায়ালার কাছে অভিশাপের বিপরিত তার জন্য ভালো কিছু চান।
পাশাপাশি আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন।
ইনশাআল্লাহ একদিন সব কিছু ভালো হয়ে যাবে।
আপনি আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন,ইনশাআল্লাহ।
(০৭)
এক্ষেত্রে যে পাত্রের সাথে বিবাহ বসবেন সে যদি পরবর্তীতে উক্ত বিষয় এর সত্যতা সম্পর্কে জানতে না পারে, তাহলে এ ধরনের কথা যদি আপনি বলেন, আশা করি আল্লাহ তায়ালা আপনাকে উক্ত মিথ্যা বলার দরুন ক্ষমা করবেন।