আসসালামু আলাইকুম।
আমার স্বামী প্রাইমারির শিক্ষক। সরকার কর্তৃক শিক্ষার্থীদের খাবার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উনি ভাবছেন যেসব শিক্ষার্থীরা অনুপস্থিত থাকবে তাদের খাবার উনারা টিচাররা খাবে। আর উনি উনারটা বাসায় বাচ্চাদের খাওয়াতে চাচ্ছেন।আমি এ বিষয়ে না বলেছি।কিন্তু উনি নাছোড়বান্দা। আমি চাচ্ছি আমার বাচ্চারা আল্লাহ ওয়ালা হোক।এজন্য ওদের খাবারগুলোও যেনো হালাল হয়।ওদের শিরা উপশিরা যেনো হালালের কথা বলে।কিন্তু আমার স্বামীর সাথে এ নিয়ে দন্ধ হোক তা চাই না।আমাকে এমন কিছু কুরআন হাদিস বা ঘটনা বা আপনার উপদেশমূলক কথা লিখে দিন যা আমি উনাকে দেখাতে পারব হিদায়েতের উদ্দেশ্য। জাযাকাল্লাহু খইরন।