আসসালামু আলাইকুম৷ আশা করি ভালো আছেন।
১) গোসল ফরজ হওয়া অবস্থায় কুরআন হাদীসের বাংলা অর্থ পড়া যাবে?
২) স্ত্রীর দিকে ‘নিসবত’ করে তালাক বলতে কি বুঝানো হয়। আর এটা কিভাবে দিতে হয়?
৩) কারো হাতে নাপাক আছে নাকি তা আমার সঠিক জানা নেই এহেন অবস্থায় সে আমার বই খাতা বা আমাকে ছোলে নাপাক হবো?
৪) কুরবানীর ঈদের সময় বাহিরের পাপোশ আর ঘরের ভিতরের এক পাপোশ দরজার কাছে ছিল যা হয়তো পরবর্তীতে ধুয়া হয়নি। এখন এটায় কেউ নাপাক লাগিয়েছে নাকি তা জানা নেই। যেহেতু ওই সময় ঘরের মানুষ বাইরে যাওয়া আশা করছে গরু দেখতে, তাকে খাওয়াতে। আর নিচে তো তখন গরুর পেশাব গোবর থাকত। তবে কেউ পা দিয়ে এসে পাপোশে লাগিয়েছো নাকি তা জানিনা। আর ভুড়ি নিছিল এক বুয়া। যে পরে আমাদের বাসায় আসছিল। আমি সঠিক জানিনা তারা কেউ কোনোভাবে পাপোশ নাপাক করেছিল নাকি। এখন এটা কে পাক ধরে নিলে হবে? যেহেতু আমি জানি না৷ আর আমার পক্ষ থেকে নাপাক লাগানো হয়নি। যদিও আমি এতোদিন পাপোশ অনেকটাই এড়িয়ে যেতাম।
জাযাকাল্লাহু খাইরান