আসসালামুআলাইকুম,
আমার মেয়ের বয়স তিন বছর। ঘুমানোর সময় আমার গলার চেইন ধরে ঘুমায়।একদিন আমি মুখে কিছু বলিনি,শুধু মনে মনে বলেছি এই চেইনটি তোমাকে দিয়ে দিলাম,মনে মনে এমন কথা বলার পর চেইনটি তাকে দিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমার গলার মধ্যে চেইনটি থাকা অবস্থায় তার হাত এনে আমার গলার চেইনে স্পর্শ করাই।এখন কি এই চেইন এর মালিক আমার মেয়ে হয়ে গেছে? আমি কি তার অনুমতি ছাড়া এই চেইন পরা জায়েজ হবে?
দয়া করে জানাবেন