আস সালামু আলাইকুম,
আমি ইসলামি বই এর ভিডিও তৈরি করি। সেখানে আমার চেহারা থাকে না, শুধু কন্ঠ শুনা যায়। আমি নারীদের নিয়ে কিছু বই এবং বই এর অংশের ভিডিও তৈরি করতে চাচ্ছি। যেহেতু আমার টার্গেটেড অডিয়েন্স নারী তাই আমি চাচ্ছিলাম মাইক্রোফোন বা AI সিস্টেম ব্যবহার করে নারী কন্ঠের মাধ্যমে ভিডিও গুলো তৈড়ী করতে। এগুলো হালাল বা বৈধ হবে?