১।ইসলাম নিয়ে রাগ উঠে মানতে কষ্ট হয় ইচ্ছে করে না কি কারনে?
২।আমার টাকা হলে একবার ফরজ হজ্জ করার ইচ্ছা তারপর মন চাইলে উমরা করবো না হয় না কিন্তু মনে আসে বারবার করতে হবে মনে কিরকম জানি লাগে বলতে আবার যদি মনে মনে বলি করবো রাগ উঠে আবার না করতে ইচ্ছে করলে কি রকম জানি লাগে নিজেও জানিনা মানে মাথায় মনে হয় আটকে রয়েছে কি যদি নফল ইবাদত না করলেও এরকম হয় ?