আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
8 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
১।ইসলাম নিয়ে রাগ উঠে মানতে কষ্ট হয় ইচ্ছে করে না কি কারনে?
২।আমার টাকা হলে একবার ফরজ হজ্জ করার ইচ্ছা তারপর মন চাইলে উমরা করবো না হয় না কিন্তু মনে আসে বারবার করতে হবে মনে কিরকম জানি লাগে বলতে আবার যদি মনে মনে বলি করবো রাগ উঠে আবার না করতে ইচ্ছে করলে কি রকম জানি লাগে নিজেও জানিনা মানে মাথায় মনে হয় আটকে রয়েছে  কি যদি নফল ইবাদত না করলেও এরকম হয় ?

1 Answer

0 votes
ago by (649,110 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মুনাফিকদের ব্যপারে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ ۖ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا

অর্থ: “নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহই তাদের ধোঁকা দেন। তারা যখন নামাযে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর জন্য। আর তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে।”
(সুরা নিসা, আয়াত: ১৪২)

"لاَ يَأْتُونَ الصَّلاَةَ إِلاَّ وَهُمْ كُسَالَى، وَلاَ يُنْفِقُونَ إِلاَّ وَهُمْ كَارِهُونَ."

অর্থ: “তারা নামাযে আসে অলসভাবে, আর খরচ করে (দান-সদকা) অনিচ্ছায়।”
(সুরা তাওবা ৫৪)

হাদীস শরীফে এসেছেঃ- 
রাসূলুল্লাহ ﷺ বলেন:

"إِنَّ أَثْقَلَ الصَّلَاةِ عَلَى الْمُنَافِقِينَ: صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ..."

অর্থ: “মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী (কষ্টকর) নামায দুটি হলো—এশার নামায ও ফজরের নামায।”

(সহীহ বুখারী: 657, মুসলিম: 651)

রাসূলুল্লাহ ﷺ বলেন:

"تلك صلاة المنافق، يجلس يرقب الشمس، حتى إذا كانت بين قرني الشيطان، قام فنقرها أربعاً، لا يذكر الله فيها إلا قليلاً."

অর্থ: “এটাই মুনাফিকের নামায: সে সূর্যের অস্তের অপেক্ষা করে, তারপর (শেষ মুহূর্তে) দাঁড়িয়ে দ্রুত চার রাকাত পড়ে নেয়, যাতে আল্লাহর স্মরণ খুবই সামান্য থাকে।”
(মুসলিম, হাদীস: 622)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এটি মূলত নেফাকির আলামত। 

(০২)
এগুলো আপনার মনের ওয়াসওয়াসা জনিত বিষয়। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...