আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বা'র'কাতুহু।
আমি প্রতি বছর ২৪ জুলাই ২০২৫ তারিখ হলে যাকাত আদায় করি। আমার কত টাকা যাকাত দিতে হবে এবার এটা যদি একটু হিসাব করে দিতেন খুব উপকার হতো ইন শা আল্লাহ্, সম্মানিত হুজুর।
আজকে সোনার দাম 22 ক্যারেট এর 171601 টাকা আর 21 ক্যারেট এর 163798 টাকা করে ভরি।
মোট নগদ টাকা = 75920 টাকা।
আর সোনা আছে:
২২ ক্যারেট বালা:
২ ভরি ৩ আনা ৩ রতি ৭ পয়েন্ট।
২২ ক্যারেট আংটি:
৫ আনা ৩ পয়েন্ট।
২১ ক্যারেট ঝুমকা:
১০ আনা।
২১ ক্যারেট ছোটো ঝুমকা:
২ আনা ২.৫ রতি
তাহলে আমার কত টাকা যাকাত দিতে হবে?